InstaForex

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন কেনি ওয়েস্ট!

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন কেনি ওয়েস্ট!

US PR
কেনি ওয়েস্ট ২০২০ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন সংগীতশিল্পী কেনি ওয়েস্ট। মঞ্চে দাঁড়িয়ে সবার সামনে রীতিমতো ঘোষণা দিয়েই বিষয়টি জানিয়েছেন তিনি। রোববার রাতে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে র?্যাপসংগীতের এই শিল্পী এমন ঘোষণা দেন। তবে, প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়টি কেনি আসলে কতখানি গুরত্ব দিয়ে ভাবছেন কিনা তা নিয়ে নানা জনে নানা কথাই বলছেন। পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ‘অগোছালো’ ধরনের কথা বলতে শুরু করেন তিনি। মঞ্চে এসে শিল্পী টেইলর সুইফটের কাছ থেকে আজীবন সম্মাননা পুরস্কার ২০১৫ গ্রহণ করার পর বলতে শুরু করেন, ‘এরপর আমাকে আর কী হারাতে হবে জানি না। যদিও এটা কোনো বিষয় নয়, এটা আমার বিষয়ে কিছু নয়। এটা নতুন ধারণা বিষয়ক। যাঁরা সত্য বিশ্বাস করেন তাঁদের বিষয়ে। এরপর কেনি কথার বোমাটা ফাটান। তিনি বলেন, ‘আমি ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে যাচ্ছি।’
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment