InstaForex

১৩০ বিমানবালা চাকরিচ্যুত

অতিরিক্ত ওজন

১৩০ বিমানবালা চাকরিচ্যুত

Air India
অতিরিক্ত ওজনের লাগেজ বহনের দায়ে বিভিন্ন এয়ারলাইন্সে শাস্তির বিধান থাকলেও এই প্রথম একই কারণে বিমানবালা হওয়া যাবে না ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াতে। ভারতের এই রাষ্ট্রীয় বিমান সংস্থাটি ইতোমধ্যে অতিরিক্ত ওজনের কারণে ১৩০ জন বিমানবালাকে তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে। বরখাস্তকৃতদের বেশিরভাগই হচ্ছে নারী। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বর্তমান সরকারের নতুন বিধান ও নিরাপত্তাজনিত কারণেই এমনটা করা হয়েছে। তবে সমালোচকরা একে ‘হাস্যকর’ এবং ‘আপত্তিকর’ বলে অভিহিত করেছে। গত ১০ বছর ধরে এয়ার ইন্ডিয়া ও এর বিমানবালাদের মাঝে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ২০০৬ সালে একই কারণে ৯ জন বিমানবালাকে বহিস্কার করেছিল এয়ার ইন্ডিয়া। এরপর এ সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিল বিমানবালারা। ২০০৮ সালে দিল্লির একটি আদালত মামলাটি খারিজ করে দেয়। ২৭ বছর ধরে কর্মরত শিলা জোশি (৫১) নামক এক বিমানবালা জানায়, ‘এটা অবিশ্বাস্যভাবে দুঃখজনক যে কর্মজীবী মহিলাদের টার্গেট করা হচ্ছে। এটা কোনও মডেলিংয়ের চাকরী নয়। আমরা এখানে ফ্যাশন-শো করি না।’ সে আরও বলে, ‘এখন আপনার ওজন যদি ১০ গ্রাম বেশি হয় তাহলে আপনাকে গুড-বাই বলে দেয়া হবে।’ শিলা জোশি এর আগে তার চাকরী বাঁচাতে তার ওজন ১৪০ পাউন্ডে কমিয়ে এনেছিলেন। ৫ ফিট ৩ ইঞ্চি উচ্চতার মহিলাদের জন্য এটাই ওজনের সর্বোচ্চ সীমা।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment