মিনিটেই শেষ পানি!
কংক্রিটের তৃঞ্চার্ত রাস্তা প্রতি মিনিটে শুষে নিচ্ছে ৮৮০ গ্যালন (৪ হাজার লিটার) পানি। রাস্তায় পানি ঢালার সাথে সাথেই অদৃশ্য হয়ে যাচ্ছে তা। বন্যার পানি প্রতিরোধে এ পদ্ধতি আবিষ্কার করেছে একটি ডাচ কোম্পানি। কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, এটা শুধু বন্যার পানি প্রতিরোধেইসহায়তা করবে না সেই সাথে গরম আবহাওয়ার তীব্রতা কমাতেও সাহায্য করবে। রাস্তার নিচে ভাঙ্গা কংক্রিটগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে এগুলো রাস্তার উপরের পানি শোষণ করে নিতে পারে। তিন স্তরের কংক্রিটযুক্ত এ রাস্তায় নিচে থাকা কংক্রিটগুলি সহজেই পানি শোষণ করে নেয় এবং পানি ভূভাগের নিচের দিকে চলে যায়। এ প্রযুক্তির মাধ্যমে সহজেই পানি জমে এমন রাস্তা এবং ফুটপাতে পানি প্রতিরোধে সহায়তা করবে। এধরনের রাস্তা প্রস্তুতকারক কোম্পানিটি জানায়, অনেক সময়ই ঝড়ের কারণে বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। এই প্রযুক্তিটি ব্যবহার করা হলে সমস্যার সমাধান সম্ভব হবে। তাপমাত্রা বৃদ্ধির সময় রাস্তার নিচে জমে থাকা পানি তাপমাত্রা কমিয়ে আবহাওয়া ঠাণ্ডা রাখবে বলেও কোম্পানিটি জানায়। তবে এ প্রযুক্তির অসুবিধা হচ্ছে, যেসব এলাকায় ঠাণ্ডা বেশি পড়ে সেখানে রাস্তার নিচে পানি জমে থাকলে এতে রাস্তায় ফাটল দেখা দেবে।

0 comments:
Post a Comment