InstaForex

দীঘিনালায় অস্ত্র-গোলাবারুদসহ আটক ১

দীঘিনালায় অস্ত্র-গোলাবারুদসহ আটক ১ 

Dighinala
খাগড়াছড়ি থেকে মুহাম্মদ সাজু ॥ খাগড়াছড়ির  দীঘিনালা উপজেলার দূর্গম সাজকছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবাররুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ভারী মেশিনগান, দুইটি এসএলআর,  দুইটি এসএমজির মতো ভয়ানক মারণাস্ত্র। এছাড়াও তিনটি এসএলআরের ম্যাগজিন, তিনটি এসএমজি’র ম্যাগজিনসহ ৮টি ম্যাগজিন, ৪৩ রাউন্ড ৭.৬২ বোরের গুলি, ৯৬ রাউন্ড ৫.৫৬ বোরের গুলি। এই ঘটনায় পরিমল চাকমা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল একটি সূত্র উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোন গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ দল রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। সূত্রটি দাবি করেছে, আটককৃত ব্যক্তি ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম,এন,লারমা) প্রকাশ সংস্কারপন্থী অংশের সশস্ত্র ক্যাডার এবং অস্ত্র-গোলাবারুদগুলো ঐ গ্রুপেরই। নিরাপত্তা বাহিনীর সূত্রের দাবী গত ১৫ আগস্ট রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বড়াদাম এলাকায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে সংগঠনটির ৫ সন্ত্রাসী নিহত হবার পর সশস্ত্র সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দীঘিনালা উপজেলার বিভিন্ন দূর্গম পাহাড়ি গ্রামে আশ্রয় নিয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, অভিযানে উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ এবং আটক ব্যক্তিকে পুলিশে  হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment