InstaForex

বার কাউন্সিল নির্বাচনের ফলাফল নিয়ে করা রিট খারিজ

বার কাউন্সিল নির্বাচনের ফলাফল নিয়ে করা রিট খারিজ

High Court
২৬ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ব্যালট গণনা ছাড়া ফল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী ইউনুচ আলী আকন্দ। এর আগে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুচ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন। ইউনুচ আলী আকন্দের দাবি, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস ও বার কাউন্সিল অর্ডার-১৯৭২-এর বিধিমালার ১৫ (২) বিধি অনুসারে, সারা দেশের সব কেন্দ্র থেকে ব্যালট পেপার আসার পর কাউন্সিলের চেয়ারম্যানকে সব ব্যালট গণনা করে ফল ঘোষণা করতে হবে। কিন্তু কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবার তা করেননি। বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করেছেন তিনি। এর ফলে বিধি ভঙ্গ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ আদালতে বলেন, বার কাউন্সিলের বিধিমালার ২২ ধারা অনুসারে নির্বাচন নিয়ে কেউ বিক্ষুব্ধ হলে কাউন্সিলের ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদনকারী ট্রাইব্যুনালে না গিয়ে হাইকোর্টে আসতে পারেন না। শুনানি শেষে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। ২৬ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে ১৪টি আসনের বিপরীতে ১১টি পদ পেয়েছেন সরকার সমর্থকরা। বাকী তিনটি পদ পেয়েছে বিএনপি-জামায়াতপন্থিরা।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment