InstaForex

সপ্তম অধিবেশন শুরু, প্রথম দিনে ৭ বিল

সপ্তম অধিবেশন শুরু, প্রথম দিনে ৭ বিল

BD Parliament
দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই সপ্তম অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন স্পিকার। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। সভাপতিমন্ডলী মনোনয়নের পর ৬ষ্ঠ অধিবেশন থেকে সপ্তম অধিবেশন শুরুর আগ পর্যন্ত সময়ে মৃত্যুবরণকারী সংসদ সদস্য ও বিশিষ্টজনের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এরপর রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরপর্ব। দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তরপর্বে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশ্নোত্তর।  সংসদ সচিবালয় থেকে পাঠানো কার্যসূচি অনুযায়ী সপ্তম অধিবেশনের প্রথম কার্যদিবসেই রয়েছে ৭টি বিল। এছাড়া থাকছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধ্যাদেশ, ২০১৫ (অধ্যাদেশ নং-১, ২০১৫)। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অধ্যাদেশটি উত্থাপন করবেন বলে কার্যসূচিতে উল্লেখ রয়েছে। প্রথম দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিরা বিলের রিপোর্ট উত্থাপন করবেন। কমিটি কর্তৃক যাচাই-বাছাই করে যেসব বিলের রিপোর্ট উত্থাপন করা হবে তার মধ্যে রয়েছে, ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল-২০১৫, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন বিল-২০১৫, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল-২০১৫। এই ৪টি বিলের রিপোর্ট উত্থাপন করবেন অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক। এছাড়া নতুন ৩টি বিল উত্থাপিত হওয়ার কথা রয়েছে। এগুলোর মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উত্থাপন করবেন উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) বিল-২০১৫। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর ২টি বিল উত্থাপন করার কথা রয়েছে। নতুন এ বিল দুটি হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০১৫, বৈদেশিক অনুদান (সেচ্ছাসেবী কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৫। এদিকে সপ্তম এই অধিবেশনের এই ৭টি বিলসহ ১২টি বিল জমা পড়েছে। উত্থাপনের অপেক্ষায় অন্য বিলগুলো হচ্ছে, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল-২০১৫, সুপ্রিমকোর্ট জাজেস (লিভ, প্রিভেনশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫, ফরেইন এক্সেচেঞ্জ রেগুলেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫, বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল-২০১৫, ট্রেডমার্ক (সংশোধন) বিল-২০১৫, পোর্টস (সংশোধন) বিল-২০১৫। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় নির্বাচরের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ গঠিত হয়। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নির্বাচন বর্জন করায় জাতীয় পার্টি প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দলের আসন গ্রহণ করে। দশম জাতীয় সংসদের ৬ষ্ঠ ও বর্তমান সরকারের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হয় ৮ জুলাই। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন শুরু হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতায় সপ্তম অধিবেশন শুরু হয় মঙ্গলবার (০১ সেপ্টেম্বর)। চলতি অধিবেশন চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment