InstaForex

হাঁটু ফোলা কী এবং কেন

হাঁটু ফোলা কী এবং কেন

Pain
হাঁটুতে কোন সমস্যা বা অস্বস্তি থাকলে আমাদের স্বাভাবিক হাঁটা বাধাগ্রস্থ হয়। হাঁটুতে যে সমস্ত সমস্যা হয়, তার মধ্যে ফোলে যাওয়া অন্যতম। হাঁটু ফোলে যাওয়ার নানা কারণ রয়েছে। অধিকাংশেেত্র হাঁটু ফোলা ছাড়া ব্যথাও থাকে। দুই হাঁটু সবসময় একসাথে ফোলে না। 

হাঁটু ফোলে যাওয়ার কারণ :

ব্যথাজনিত কারণ : হাঁটুতে কোন আঘাত লাগার ফলে হাঁটুর হাড় ভেঙ্গে গেলে। প্রদাহজনিত কারণ : অস্টিওআর্থাইটিস বা হাড়ের য়রোগ, রিউমাটয়েড় আর্থাইটিস, টিউবারকোলোসিস। রক্তের সমস্যা : হিমোফেলিয়া।

হাঁটু ফোলার অন্যান্য উপসর্গ :

হাঁটু ফোলার সঙ্গে হাঁটুতে ব্যথা থাকতে পারে। শরীরে জ্বর থাকতে পারে। ব্যথার ইতিহাস থাকতে পারে। শরীরের অন্যান্য জয়েন্ট ফুলে যেতে পারে।

হাঁটু ফোলে গেলে কী করবেন : 

হাঁটু ফোলে গেলে এটিকে হালকাভাবে নেয়ার অবকাশ নেই। খুব গুরুত্বের সঙ্গে এটাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এেেত্র মেডিসিন, অর্থোপেডিক, রিউমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন।

চিকিসা :

হাঁটু ফোলে গেলে ধরে নিতে হবে হাঁটুর জয়েন্টে পানি জমে থাকতে পারে। সেেেত্র পানি বের করে যে কারণে পানি জমেছে সে কারণের চিকিৎসা করতে হবে।

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment