InstaForex

এবার সাজবে ঘর

এবার সাজবে ঘর

Decor
তুশিন এম্পোরিয়াম নিয়ে এসেছে আধুনিক সব ঘর সাজানোর পণ্য। সেই সঙ্গে স্টাইল ইন্টেরিয়র দিচ্ছে চমতকার সব ডিজাইন। তুশিন এম্পোরিয়ামে রয়েছে এক্সকুসিভ সব গ্রানাইট, রাজকীয় মার্বেল, টাইলস, বাথ রুম ফিটিং, অত্যাধুনিক কিচেন কেবিনেটসহ নানা উপকরণ।  অন্যদিকে তাদের ‘স্টাইল ইন্টেরিয়র’ ইন্টেরিয়র প্রতিষ্ঠান, কর্পোরেট অফিস কিংবা বাসাকে দৃষ্টিনন্দন করে সাজিয়ে তোলার কাজটি খুব যতœ সহকারে করে থাকে।  নিত্যনতুন এবং এক্সকুসিভ সব ডেকোরেশন দিয়ে অফিস কিংবা বাড়ি সাজানোর কাজটি করে থাকে ‘স্টাইল ইন্টেরিয়র’। সুলভমূল্যে একই ছাদের নিচে এক্সকুসিভ সব পণ্যের পাশাপাশি এখানে পাবেন ইন্টেরিয়রের সকল পরামর্শ ও ডিজাইন।

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment