InstaForex

রাজধানীর সাড়ে ৪ হাজার ভবন অবৈধ

রাজধানীর সাড়ে ৪ হাজার ভবন অবৈধ

Mosharrof
রাজধানীর সাড়ে ৪ হাজার ভবন অনুমোদনহীন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, এসব ভবনের ৭০টির অবৈধ অংশ এরইমধ্যে ভেঙে ফেলা হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে সংসদ সদস্য (এমপি) মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন না নিয়ে নকশার ব্যত্যয় ঘটিয়ে এসব ভবন নির্মাণ করা হয়েছে। এরইমধ্যে জড়িত ভবন মালিকদের বিরুদ্ধে জরিমানাসহ আদালতে মামলা করা হয়েছে। নবীগঞ্জ-বাহুবলের (হবিগঞ্জ-১) এমপি মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দশম জাতীয় সংসদের সদস্যেদের মধ্যে যাদের ঢাকাতে প্লট বা ফ্ল্যাট নেই তাদের জন্য প্লট বরাদ্দের বিশেষ কোনো প্রকল্প নেওয়া হয়নি। তবে ভবিষ্যতে কোনো প্রকল্প নেওয়া হলে অগ্রাধিকার ভিত্তিতে এমপিদের জন্য প্ল­ট বা ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment