ঢাকার খাল রক্ষা যেন বিশাল দায়!
সামান্য বৃষ্টিতেই দুর্ভোগের অন্ত থাকে না রাজধানীবাসীর। প্রভাবশালীদের খাল দখল, সেগুলো উদ্ধারে কর্তৃপক্ষের ব্যর্থতা এবং খালে আবর্জনা ফেলাসহ নানা কারণে হচ্ছে এ সমস্যা। সর্বশেষ যে কয়েকটা খাল অবশিষ্ট ছিল তাও প্রায় ভরাট হতে যাচ্ছে। এগুলো রক্ষায় ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষও। আর এ কারণেই হালকা বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে রাজধানী। যেভাবে খুশি দখল এবং ব্যবস্থাপনায় অনিয়ম থাকার কারণে ঢাকার প্রায় ৬৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ দুই ডজনের মতো খাল পানি নিষ্কাশনে ব্যর্থ হচ্ছে। চলতি মাসের ১ তারিখের বৃষ্টি এর সবচেয়ে ভয়াবহ উদাহরণ।
এদিন মাত্র ৪২ মিলিমিটার বৃষ্টিতেই অতিষ্ট হয়ে ওঠে নগরবাসীর জীবন। এ ঘটনার পর থেকেই বিশেষজ্ঞরা বারবার বলছেন, প্রায় দেড় কোটি মানুষের এ শহরকে রক্ষা করতে দখলদারদের হাত থেকে খালগুলো পুনর্দখলের কোনও বিকল্প নেই। খালগুলো প্রভাবশালীদের দ্বারা দখল অথবা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে প্রায় ১০ কিলোমিটার জায়গা পরিণত হয়েছে কংক্রিট বক্সে। এগুলো সিটি করপোরেশন এবং ঢাকা ওয়াসার পক্ষে পরিষ্কার করা প্রায় অসম্ভব। ১ সেপ্টেম্বরের এই ভয়ানক অভিজ্ঞতার পরেও খালগুলোর পুনরুদ্ধারে কর্তৃপক্ষের কোনও দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। যদিও সিটি করপোরেশন নির্বাচনের সময় দুই সিটির মেয়রই খালগুলো পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ এখন তারা বলছেন, খাল পুরুদ্ধারে তাদের না আছে যথার্থ ক্ষমতা না আছে আর্থিক সক্ষমতা।
তারা এ ব্যাপারে জেলা প্রশাসন কিংবা ঢাকা ওয়াসা কাউকেই বাধ্য করতে পারেন না। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসেম এ খান বলেন, ‘বেদখলকৃত খালগুলো পুনরুদ্ধারে এ বছরের জন্য আমরা এখনও কোনও পদক্ষেপ হাতে নেইনি।’ তিনি আরও বলেন, এটা ব্যয়সাপেক্ষ এবং অর্থায়নের উপর নির্ভর করে। বিশ্বব্যাংকের অর্থায়নে এ পর্যন্ত তারা ১৩টি খাল পরিষ্কার করেছেন বলেও তিনি জানান। তিনি বলেন, যদিও খালগুলোর পাড় সুরক্ষিত তবে খালের শেষ অংশে আবাসিক ভবন নির্মাণের কারণে এ প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। মিরপুর খালের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ খালটির মাধ্যমে কালশি ও অন্যান্য এলাকার পানি নিষ্কাষিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন ভবন নির্মাণের কারণে এটি রুদ্ধ হয়ে গেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, খালগুলোর মাধ্যমে পানি নিষ্কাশনের কথা থাকলেও আবর্জনা ও বিভিন্ন ভবনের কারণে এগুলো বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে রাজধানী। তিনি আরও বলেন, যদি বেদখলকৃত খালগুলো পুনরুদ্ধার সম্ভব না হয় তাহলে জলাবদ্ধতা থেকে ঢাকাকে রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ১৯৮৯ সালে সরকারের গঠিত বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনার তথ্য অনুসারে, বন্যা নিয়ন্ত্রণে রাজধানীতে কমপক্ষে ২০,০৯৩ একর খাল থাকা দরকার। রাজধানীর এ সমস্যা নিরসনে এখনও পর্যন্ত কারও কোনও পদক্ষেপ চোখে পড়ছে না।




0 comments:
Post a Comment