InstaForex

নারায়ণগঞ্জে সড়ক থেকে অটো সরাতে রুল

নারায়ণগঞ্জে সড়ক থেকে অটো সরাতে রুল

High Court
নারায়ণগঞ্জে মহাসড়ক ও সিটি করপোরেশনের আওতাধীন তিন থানার সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা তুলে নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জে এন দেন চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। রুলে নারায়ণগঞ্জে সড়কে ও মহাসড়কে, সিটি করপোরেশনের আওতায় থাকা তিন থানায় ইলেকট্রনিক অটোরিকশা সরাতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত করা ঘোষণা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি ইলেকট্রনিক অটোরিকশা সরাতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক এবং ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২ অগাস্ট এক স্মারকে পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায়, ব্যাটারিচালিত যানবাহনগুলোর নিরাপত্তাগত দিক সন্তোষজনক না হওয়ায় সরকারের সর্বোচ্চ পর‌্যায়ের সিদ্ধান্ত ও নির্দেশনার আলোকে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে এগুলোর চলাচল বন্ধ সংক্রান্ত সিদ্ধান্ত অব্যাহত রাখতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জের রুহুল আমিনসহ ৫ রিকশামালিক সোমবার রিট আবেদন করে। আদালতের তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন; সঙ্গে ছিলেন আইনজীবী এম মাহবুবুর রহমান খান। রিট আবেদনে বলা হয়, ওই সিদ্ধান্তের পরও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও তিন থানায় অধিকাংশ সড়কে-মহাসড়কে এখনো নিষিদ্ধঘোষিত ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। এতে দুর্ঘটনাও ঘটছে।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment