InstaForex

প্রাথমিকে ঝরে পড়ার হার ২১ শতাংশ

প্রাথমিকে ঝরে পড়ার হার ২১ শতাংশ

PSC
শিক্ষার প্রাথমিক স্তরে প্রতি একশ জনে ২১ জন শিশু ঝরে যায় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। সরকার দলীয় সাংসদ মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে সোমবার সংসদে মন্ত্রী এ কথা বলেন। তবে এটি কোন বছরের তথ্য সে বিষয়ে মন্ত্রী কিছু বলেননি। মন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিকৃত শিশুর সংখ্যা এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৯৭৯ জন। ভর্তির হার ৯৭ দশমিক ৭ শতাংশ; আর ঝরে পড়ার হার ২০ দশমিক ৯ শতাংশ। শতভাগ শিশুকে বিদ্যালয়ে আনতে ওয়ার্ড পর্যায় পর্যন্ত টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ফিজার। মন্ত্রী আরও জানান, ঝরে পড়া রোধ করতে উদ্বুদ্ধকরণ সভা, উঠান বৈঠক, হোম ভিজিট, আনন্দ স্কুলের মাধ্যমে ভর্তিকরণ, শিশুদের শারীরিক ও মানসিক শাস্তিপ্রদান রদ ইত্যাদি নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘প্রাথমিকে ৮ম শ্রেণি প্রায় ৫০০ বিদ্যালয়ে’ : ঢাকার সাংসদ হাবিবুর রহমান মোল্লার অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষা নীতির অংশ হিসাবে ২০১৩ সালে ৪৯১টি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালু করা হয়েছে; যেগুলো চলতি শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে উন্নীত হয়েছে। “২০১৪ সালে আরও ১৫৭টি বিদ্যালয়কে ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হয়েছে বলেও জানান মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।”
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment