InstaForex

সবচেয়ে ঝুঁকিতে নির্মাণ খাত

সবচেয়ে ঝুঁকিতে নির্মাণ খাত 

Construction
নির্মাণ শ্রমিকদের শ্রম আর ঘামে গড়ে ওঠছে আমাদের নগর সভ্যতা। তবে, পরিসংখ্যান বলছে বাংলাদেশে পেশাগত নিরাপত্তায় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে এই নির্মাণ খাত। মালিকপক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণ সরবরাহ করা হয় না বলে অভিযোগ শ্রমিকদের। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, সরকারকে কঠোরভাবে আইন প্রয়োগের পাশাপাশি এগিয়ে আসতে হবে মালিকপক্ষসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের। আর সচেতন হতে হবে শ্রমিকদের। নগরজুড়ে এতো এতো অট্টালিকা এমনি এমনি গড়ে উঠেনি। এর প্রত্যেকটির পেছনে নির্মাণ শ্রমিকদের অক্লান্ত শ্রম যেমন রয়েছে, তেমনি জীবনের ঝুঁকিও। একটি নির্মাণাধীন ভবনে আর দশ দিনের মতোই কাজ করছেন শ্রমিক, কিন্তু পরের ছবি বলছে ভিন্ন কথা। মোটেও নিরাপদ নয় তার কর্মপরিবেশ। রাজধানীতে এভাবেই মৃত্যুকে পাশে বসিয়ে কাজ করছেন ৫ লক্ষেরও বেশি নির্মাণ শ্রমিক। যাদের নিরাপত্তার জন্য নেই কোনো পোশাক, গ্লাভস, হেলমেট, সেফটি বেল্ট কিংবা ভিন্ন কোনো নিরাপত্তা উপকরণ। রাজধানীর হাতিরপুলে নির্মাণাধীন একটি ভবনে গিয়ে দেখা গেল, সংবাদ কর্মীর উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে মালিক পক্ষের নির্দেশে বহু দিনের পুরনো নিরাপত্তা উপকরণ বের করার চেষ্টা করছেন শ্রমিকরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এর এক জরিপ বলছে, শুধুমাত্র চলতি বছরের মে মাস পর্যন্ত নির্মাণ খাতে মারা গেছেন ৬৩ জন শ্রমিক। আর গত পাঁচ বছরের দিকে তাকালে এর চিত্র আরও ভয়াবহ। ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত নির্মাণ শ্রমিক মৃতের সংখ্যা ৫৩২ জন। এই সমাজ ব্যবস্থায় ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যেকোনো কাজ যেনতেনভাবে করার প্রবণতা রয়েছে বটে, আর শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও এর ব্যতিক্রম নয়। এর জন্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শ্রমিকদের অনাগ্রহ কম দায়ী নয়। তাই সংশ্লিষ্ট সব পক্ষই বলছে, এই আধুনিক যুগে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুশৃঙ্খল এবং শক্ত কাঠামোর মধ্যে আনা এখন সময়ের দাবি।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment