মানবশিশুর কুকুর-মা!
‘অপত্য স্নেহ’-শব্দটা বুঝি মানুষের একার? পশু-পাখিদের মাতৃত্ব, স্নেহানুভূতি বরং মানুষকেও লজ্জা দেয়। কিন্তু সবাইকে হতবাক করে দিয়েছে রায়না নামের এক মা-কুকুর। নিজের ছানাদের নয়, বরং এক অসহায় অপুষ্টি-আক্রান্ত মানবশিশুর জন্য মাতৃত্ব উথলে উঠেছিল ওর। ঘটনাটা ঘটেছে গত বৃহস্পতিবার; দক্ষিণ আমেরিকার দেশ চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ১ হাজার মাইল দূরের মরুশহর আরিকার এক মেকানিক্যাল ওয়ার্কশপে। এক মাদকসেবী মা তার দু’বছর বয়সী সন্তানের যতœআত্তি না করায় বাচ্চাটা অপুষ্টিতে মরতে বসেছিল প্রায়। কিন্তু প্রতিবেশীর কুকুর রায়না তা মানতে পারেনি। সে ওয়ার্কশপের এক কোনায় সবার নজর এড়িয়ে বাচ্চাটাকে পান করাতে শুরু করলো নিজের দুধ। পুলিশ জানাচ্ছে, এক লোক হঠাৎই দেখতে পায় ওয়ার্কশপের ভেতর একটা মা-কুকুর সবার নজর এড়িয়ে একটা মানুষের বাচ্চাকে পরম মমতায় দুধ খাওয়াচ্ছে।ওই লোক ঝটিতি খবর দেয় পুলিশে। পুলিশ এসে বাচ্চাটাকে উদ্ধার করে ভর্তি করায় হাসপাতালে। মায়ের অনাদরে অবহেলায় বাচ্চাটা শুধু অপুষ্টিরই শিকার হয়নি, সেইসাথে ত্বকের মারাত্মক জীবাণু-সংক্রমনে ভুগছিল। আর ওর সারা গা ও মাথা হয়ে উঠেছিল উকুনের ডিপো। ক্যাপ্টেন দিয়েগো গাহার্দো সংবাদসংস্থাগুলোকে জানান, বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করার পর খবরটা গোটা শহরে চাউর হয়ে যায়। তখনই টনক করে বাচ্চার মায়ের। ওই মা ছুটে আসেন হাসপাতালে। ওই সময় তিনি ছিলেন বেহেড মাতাল।

0 comments:
Post a Comment